1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে ১১ কোটি টাকার রাস্তায় কাঁদা মাটি দিয়ে কম্পেকশন - এশিয়া বার্তা
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০

মানিকগঞ্জে ১১ কোটি টাকার রাস্তায় কাঁদা মাটি দিয়ে কম্পেকশন

  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে চলমান একটি সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সড়ক নির্মাণের গুরুত্বপূর্ণ স্তর ওয়েট মিক্স ম্যাকডাম (ডব্লিউ এমএম) এর কাজে বালির পরিবর্তে ব্যবহার হচ্ছে কাদামাটি। সিডিউল বহির্ভূত কাজ করায় রাস্তার স্থায়ীত্ব নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অধীনে সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া ভাসিয়ালি ডিআর থেকে তিল্লি ইউপি হয়ে হরগজ ইউপি এবং শিমুলিয়া সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। ৪ হাজার ৭২০ মিটার নির্মাণে ১০ কোটি ৮৯ লাখ ৭৩ হাজার ৭২৫ টাকা বরাদ্দ করা হয়েছে।  প্রকল্পের নথি অনুযায়ী, ভালো মানের খোয়ার সাথে ১০ থেকে ১৫ শতাংশ বালু মিশিয়ে নির্দিষ্ট অনুপাতে রেশিও তৈরি করে রোলার দিয়ে কম্পেকশন করার নিয়ম রয়েছে। ২০২৪ সালের ১৮ আগস্ট শুরু হওয়া এ কাজটি ২০২৫ সালের ১৮ আগস্টের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। প্রকল্পের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী আব্দুল আলিম জানান, এখন পর্যন্ত মাত্র ২০ থেকে ২৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এই কাজের ধীরগতি, নিম্নমানের সামগ্রীর ব্যবহার এবং বালুর পরিবর্তে কাদামাটি দিয়ে কম্পেকশন নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, হরগজ মোড় থেকে শিমুলিয়াগামী রাস্তার বিল্লাল ফকিরের বাড়ির সামনের অংশে কাদামাটি মেশানো নিম্নমানের খোয়া দিয়ে ডব্লিউএমএম (ওয়েট মিক্স ম্যাকডাম) স্তরের কম্পেকশন করা হচ্ছে। এছাড়াও, রাস্তার দুই পাশে পর্যাপ্ত সোল্ডার ছাড়াই কম্পেকশন করার কারণে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।

হরগোজ গ্রামের বাসিন্দা রব্বানী বলেন, ঠিকাদারের লোকজন বালুর বদলে সরাসরি কাদা ব্যবহার করে রাস্তার কাজ করছে। এলজিইডির নির্মাণ বিধি অনুসরণ না করায় এই রাস্তা টেকসই হবে না। একই গ্রামের রমেলা বেগম বলেন, এইভাবে কাজ করলে শুধু সরকারি টাকাই নষ্ট হবে। ইটের মানও খুব খারাপ। ঠিকাদার মজিবুরের পক্ষে তার ভাতিজা বকুল বলেন, আমার কাকা সাইটে থাকেন না, আমিই দেখাশোনা করি। ওখানে ভালো ইট দেওয়ার কথা। হয়তো ভালো মালের সাথে কিছু খারাপ মাল চলে এসেছে। আর কাদা মাটিতে কাজ করার সময় হয়তো কাঁদা লেগে যাচ্ছে।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা প্রকৌশলী ইমরুল হাসান বলেন, তাদের কাজে অনেক ইটের প্রয়োজন। আমাদের নজরে যখনই খারাপ ইট ধরা পড়ে, আমরা সেই গাড়ি ফেরত দিতে বলি। শিডিউল অনুযায়ী তাদের কাজ করতে হবে। নিয়মের বাইরে কাজ করার কোনো সুযোগ নেই। যদি কাদা মিশ্রিত কাজ হয়ে থাকে, তবে সেগুলো অবশ্যই অপসারণ করা হবে। এলজিইডি মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম বলেন, এখনই ব্যবস্থা নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Shares
আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓