দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ১০জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১০ মে) উপজেলার জয়পাড়া বড়মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, জয়পাড়া বড়মাঠ এলাকার মৃত বদরুদ্দিন খান ও নুরা খান গংদের মাঝে একটি জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিলো। শনিবার সকালে দোহার পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, বিএনপি নেতা আতিকুর রহমান সোহানসহ স্থানীয় আরও কয়েকজন বিষয়টি সমাধানের জন্য বসেন। এরপর বদরুদ্দিনের ছেলে আলামিন গংরা বিচার মেনে না নিলে অপর পক্ষ মহিউদ্দিন ও নুরা খা গংদের মাঝে তর্কবির্তক হয়। এ সময় বিচারকেরা সেখান থেকে চলে গেলে দুই পক্ষের মাঝে মারামারির ঘটনা ঘটে। এ সময় আলামিন, শিখা, সেফালি আক্তার, পিয়ারি বেগম, ইয়াররুন বেগম, জুলহাস খান ও ইদ্রিস খান এবং অপরপক্ষের মহিউদ্দিন, শুভ, আফিফ, আলামিন ও আজি নামের বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে শুভ মাথায় গুরুত্বর আঘাত পাওয়ায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেছেন।
মৃত বদরুদ্দিন খানের ছেলে আলামিন খান বলেন, আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে মহিউদ্দিন ও নুরা গ্রুপের লোকজন। আমাদের ঘরবাড়িও কুপিয়েছে। আমরা এর বিচার চাই।
মহিউদ্দিন বলেন, আমি আলামিনদের বাড়িতে ২ শতাংশ জমি পাবো। কিন্তু তারা তা দিতে চাইছে না। আজ বিচার ও মানে নি তারা। বিচারকেরা চলে গেলে তারা আমাদের উপর হামলা করেছে। এতে আমি সহ কয়েকজন আহত হয়েচে। আমি এর ন্যায় বিচার চাই।
এ ব্যাপারে দোহার পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস বলেন, দীর্ঘদিন যাবত ৩ পক্ষের মাঝে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। আজ আমরা বিষয়টি সমাধানের জন্য গিয়েছিলাম। কিন্তু তারা আমাদের দেয়া সিদ্ধান্তটি মেনে নেয়নি। এরপর আমরা সেখান থেকে চলে আসি। পরে শুনলাম তারা নিজেরা মারামারি করেছে।
দোহার থানার এসআই সুমন সরকার বলেন, এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। উভয় পক্ষই থানায় পাল্টা পাল্টি অভিযোগ করবেন বলে জানিয়েছে।