দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার পৌরসভার ৬ নং ওয়ার্ডের থানার মোড় এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশে সরকারি মালিকানাধীন জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে সরজমিনে গিয়ে দেখা যায় জয়পাড়া মৌজায় আর এস খতিয়ান নং-৫৪২, ২২৫৯ নং দাগে ৯শতাংশ জমির উপর বালু দিয়ে ভরাট করছে একটি প্রভাবশালী মহল। তথ্যমতে জমিটির মালিক কাফিরাম রায়, রামকৃষ্ণ রায়, হরেকৃষ্ণ রায় হাল সাং ভারত পক্ষে বাংলাদেশ সরকার।
স্থানীয়রা জানান নিলুয়ার হোসেন নিলু নামে এক ব্যক্তির মাধ্যমে জমিটি ভরাট করা হচ্ছে। এবিষয়ে নিলুয়ার নিলুর মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, দুই পাশেই তার জমি রয়েছে। এই জমিটি তিনি ক্রয় করবেন। সরকারি জমির উপর কেন বালু ফেলা হচ্ছে এবিষয়ে জানতে চাইলে তিনি দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের এর সাথে কথা বলতে বলেন।
বালু ভরাটের বিষয়ে নজরুল ইসলাম মেছের বলেন, আমার জানা মতে এই জমি লিজ নেয়া হয়েছে। এসময় লিজকারীর নাম জানতে চাইলে কারো নাম না বলে তিনি বলেন, যদি কারো বৈধ কাগজ থাকে নিয়ে আসতে বলুন জমি পরিমান করে দেখা হবে। এদিকে খবর পেয়ে মাটি ভরাটের কাজ বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।
এবিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ বলেন, সরকারি জমি দখলের অভিযোগ পেয়ে আমরা কাজ বন্ধ করে তাদের বৈধ কাগজ নিয়ে আসতে বলেছি। এখনো কেউ যোগাযোগ করেনি। তিনি আরও বলেন, যদি কেউ অবৈধভাবে সরকারি জমি দখল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।