দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে চটপটি-ফুসকার টক তৈরিতে সাইট্রিক এসিডের ব্যবহার ও খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুর ১২টায় মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকার নবীন মার্কেটে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ফারহানা ইসলাম অজান্তা।
অভিযানে গড়পাড়া চটপটি এন্ড ফুচকা নামক একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এই প্রতিষ্ঠানটি চটপটি ও ফুসকার টক তৈরিতে নিষিদ্ধ সাইট্রিক এসিড ব্যবহার করছিল। একই অভিযানে চান মিয়া হোটেল নামের আরেকটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজান্তা বলেন, খাদ্যপণ্যে ভেজাল মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রি করা ভোক্তা অধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।