নবাবগঞ্জ প্রতিনিধি .
ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কে এসি বাস সার্ভিস চালু হয়েছে। বৃহস্পতিবার বিকালে দোয়া মাহফিল ও ফিতা কেটে ঢাকা থেকে বান্দুরা পর্যন্ত দোহার নবাবগঞ্জ এক্সপ্রেস তাদের এসি সিটিং সার্ভিসের উদ্বোধন করেন। জানা যায়, দোহার নবাবগঞ্জ এক্সপ্রেস প্রাথমিকভাবে ১০টি এসি বাসের মাধ্যমে যাত্রী পরিসেবা শুরু করবেন। আগামী রবিবার সকাল ৭টা থেকে যাত্রী পরিবহণ শুরু হবে।
ম্যানেজিং ডিরেক্টর খন্দকার মাহমুদ আরশীন জানান, দোহার নবাবগঞ্জ উপজেলা রাজধানীর অত্যন্ত নিকটবর্তী হলেও পরিবহণ সেবায় অনেকটা পিছিয়ে রয়েছে। দুই উপজেলার বাসিন্দারা উন্নত পরিবহণ থেকে বঞ্চিত। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরও পরিবহণ সেবার মান সেভাবে উন্নত হয়নি। আমাদের ইচ্ছা ছিল দোহার নবাবগঞ্জবাসীর দুর্ভোগ লাঘবে যাত্রা সহজ ও আনন্দদায়ক করতে বাসের এসি সার্ভিস চালু করবো। এসি বাসের উদ্বোধনের মধ্য দিয়ে আজ আমাদের স্বপ্ন পূরণ হলো।
আগামী রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে এসি বাসের কার্যক্রম শুরু হবে। এই রুটে চলাচলকারী বাসগুলো শীতাতপ নিয়ন্ত্রিত, অত্যাধুনিক, আরামদায়ক এবং যাত্রীবান্ধব হবে। সেই সাথে যাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করা হবে। আমরা আশা করি, এই পরিষেবা যাত্রীদের মধ্যে খুবই জনপ্রিয় হবে এবং তারা গণপরিবহন ব্যবহারে উৎসাহিত হবে। এসময় দোহার নবাবগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। উপস্থিত ছিলেন দোহার নবাবগঞ্জ এক্সপ্রেসের চেয়ারম্যান ইমদাদুল হক ও ম্যানেজিং ডিরেক্টর খন্দকার মাহমুদ আরশীন সহ আরও অনেকে।