নিজস্ব প্রতিনিধি.
শশুর কর্তৃক পুত্রবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগসহ গত ৪৮ ঘটনায় দোহার থানায় তিনটি মামলা হয়েছে। এ ঘটনায় দুই মামলা তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনটি ঘটনার দুটিই সংঘবদ্ধ ধর্ষণ বলে জানা গেছে।
পুলিশ ও মামলার বিবরণে জানা গেছে, ১৬ মে শুক্রবার দুপুরে উপজেলার মুকসেদপুর ইউনিয়নে একা বাসায় পেয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের চেষ্টা করে শশুর। গৃহবধুকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখমও করে। পরে ওই গৃহবধু চিৎকার দিলে শশুর দৌড়ে ঘরের বাহির হয়ে যায়। গৃহবধু ভয়ে প্রতিবেশী চাচা শশুরের ঘরে গিয়ে তার শাশুড়ীকে ফোনে ঘটনা জানায়। সে বাড়িতে ফিরে পুত্র বধুকে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। আজ শনিবার সকালে এঘটনায় দোহার থানায় মামলা করলে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
অপরদিকে মাহমুদপুর ইউনিয়নে এক গৃহবধুকে সংঘবদ্ধ যুবক ধর্ষন করেছে। এ ঘটনায় ওই গৃহবধু শুক্রবার দোহার থানায় মামলা করলে ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহআলম (২৩) ও রাব্বি(২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে গত মার্চ মাসের ১০ তারিখে ৪ যুবক ওই গৃহবধুকে একা ঘরে পেয়ে মুখ বেধে সংঘবদ্ধ ধর্ষণ করে। গৃহবধু জানায়, এ ঘটনায় এলাকায় শালিসী মীমাংসার চেষ্টা করে কালক্ষেপন করেছে স্থানীয়রা। পরে ভিকটিম দোহার থানায় মামলা করে।
এছাড়া দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়া এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে গত বুধবার সংঘবদ্ধ একদল যুবক ধর্ষণ করেছে। এ ঘটনায় ১৬ মে ওই কিশোরীর বাবা বাদী হয়ে দোহার থানায় ধর্ষণ মামলা করেছে। জানা গেছে, রাতে ওই কিশোরীকে বাড়িতে পৌছে দেয়ার কথা বলে রাস্তায় নিয়ে ৩ যুবক জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাড়ি ফিরে বড় বোনকে ঘটনা জানালে সে তাঁর স্বজনদের মাধ্যমে বাবাকে অবগত করে। পরে শুক্রবার সকালে দোহার থানায় মামলা দায়ের করে।
এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন,তিনটি ধষর্ণের ঘটনায় পৃথক মামলা হয়েছে। দুই মামলায় তিন আসামী গ্রেপ্তার আছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।