1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে অটোরিকশাচালক হত্যাকান্ডে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন - এশিয়া বার্তা
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০

নবাবগঞ্জে অটোরিকশাচালক হত্যাকান্ডে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

দোহার-নবাবগঞ্জ(ঢাকা)সংবাদদাতা.

ঢাকার নবাবগঞ্জে চাঞ্চল্যকর অটোরিকশা চালক শাহ আলম হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শুক্রবার দুপুরে তারা বক্সনগর এক আত্মীয় বাড়িতে স্থানীয় সাংবাদিদের ডেকে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার বলেন, পূর্ব শত্রæতা জেরে একটি চক্র নিজের স্বার্থ হাসিলের জন্য এ হত্যাকান্ডকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। বাহ্রা গ্রাম নিবাসী সুমন ওরফে সম্রাট ও রাশেদ এ হত্যাকান্ডের সাথে জরিত থাকতে পারে। তারাই শাহ আলমকে গুম করে হত্যা করে আমাদের পরিবারের উপর দায় চাপানোর চেস্টা করছেন৷ শাহ আলম ভাই গুম হওয়ার দিন থেকে তার লাশ উদ্ধার এবং এর পরবর্তী দিনগুলোতে তাদের দুইজনের চালচলন খুবই সন্দেহজনক।

ভুক্তভোগীর বোন শাহনাজ দাবী করেন, শাহ আলম নিখোঁজের ৭দিন আগে ২৫ মার্চ সুমন ওরফে স¤্রাট বাদি হয়ে আমার ভাই মোক্তার, রাহাত, রাতুল ও আন্নেস ও আমলেছ সহ আরো কয়েকজনের নামে আদালতে তাকে হত্যা করে গুমের হুমকির অভিযোগ তুলে মামলা করেন। অথচ হুমকির এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পরবর্তীতে দেখা যায়, শাহ আলম হত্যা মামলায় ঐ মামলার বিবাদীদেরকেই আসাামী করা হয়েছে এবং নামের সিরিয়ালে একই রাখা হয়েছে৷ এতেই প্রতীয়মান হয় সুমন পরিকল্পিতভাবে আগেই আদালতে একটি মামলা করে রেখেছে৷ যাতে শাহ আলমকে পরবর্তীতে হত্যা করে আমাদের পরিবারের উপর চাপিয়ে দিতে পারে। আরেক সন্দেহভাজন রাশেদই প্রথম খারশুরে শাহ আলমের লাশের সন্ধান পান। আমাদের মনে এটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। রাশেদ কিভাবে জানলো লাশ খারশুরে রয়েছে।

লিখিত বক্তব্যে তারা আরো বলেন পুলিশ লাশ সুরতহাল করার আগেই সুমন ওরফে সম্রাট ঘটনাস্থলে উপস্থিত হয়ে বর্ণনা করছিলেন কিভাবে শাহ আলমকে হত্যা করা হয়েছে। আমরা ধারনা করছি, হত্যার সাথে সুমন জড়িত থাকায় তিনি বর্ণনা দিতে পেরেছে। এছাড়া সুমন ও রাশেদ মৃত শাহ আলমের নিকটাত্মীয় না হলেও হত্যাকান্ড নিয়ে তারা খুবই উৎসাহিত৷ যা এলাকার অনেকে চোখে রহস্যজনক মনে হয়েছে৷ তারা বলেন, মিথ্যা মামলা হওয়ার পর আমরা মানবেতর জীবনযাপন করছি।। এছাড়া হেনস্তা হচ্ছি সামাজিক ভাবে। আশা করি পুলিশের সঠিক তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন হবে।আমরাও চাই শাহ আলম হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার হোক। তবে কোন নিরপরাধ ব্যক্তি যেন মিথ্যা মামলা হয়রানি না হয় সে ব্যাপারে আপনাদের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের বিশেষ অনুরোধ রহিল।

জানা যায়, গত ৬ এপ্রিল মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খারশুর এলাকা থেকে শাহ আলম নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। ২ এপ্রিল নিজ বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা গ্রাম থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। নিখোঁজের ৪ দিন পর ৬ এপ্রিল তার মরদেহ পাওয়া যায় খারশুর এলাকায়। পরবর্তীতে এঘটনায় সিরাজদিখান থানায় শাহ আলমের ছেলে বাদী হয়ে মামলাও করেন। মামলায় মুক্তার, রাহাত, রাতুল, আন্নেস ও আমলেছগংদের নাম জড়ানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মামলার আসামী মুক্তারের স্ত্রী আনোয়ারা, বোন শাহনাজ বেগম ও ডালিয়া আক্তার, আনেসের স্ত্রী ও রাহতের মা হেনা বেগম, রাহাতের স্ত্রী ফাতেমাসহ পরিবার অন্যান্য সদস্যরা

সংবাদটি শেয়ার করুন

Shares
আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓