দোহার (ঢাকা) প্রতিনিধি
যাত্রীছাউনি দখল করে মার্কেট করার অভিযোগ আ. লীগ নেতার ভাইয়ের বিরুদ্ধে ক্ষমতার প্রভাব না থাকলেও দখলের প্রভাব এখনো বহাল তবিয়তে। ঢাকার নবাবগঞ্জের কোমরগঞ্জ লঞ্চঘাটের যাত্রীছাউনি দখল করে মার্কেট তৈরি করে ভাড়া দিয়েছে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের ভাই আজগর আলী।
এ ঘটনা নিয়ে এলাকার মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। গত ৫ আগস্টের পরও তিনি নদীর পারে একটি জমি দখল করে ঘর তুলেছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানায়, কোমরগঞ্জ লঞ্চঘাটে প্রায় ৩০ বছর আগের যাত্রী ছাউনিটি ভেঙে বিগত সরকারের আমলে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ঢাকার জেলার সাধারণ সম্পাদক পনিরুজ্জামানের ভাই আজগর আলী জায়গাটি দখল করে। এরপর সে সেখানে পাকা করে ৫টি দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছে। যাত্রী ছাউনি দখল করে মার্কেট করলেও তাদের ভয়ে এলাকাবাসী মুখ খোলেনি।
ওই মার্কেটের সুজন বস্ত্রালয়ের মালিক সুজন পাল বলেন, তিনি আজগর মিয়ার কাছে থেকে দোকান ভাড়া নিয়েছেন।
তিন বছর আগে আড়াই লাখ টাকা অগ্রিম দিয়ে মাসে ৪ হাজার টাকা ভাড়ায় চুক্তিনামা করেছে। তিনি বলেন, আগে এখানে লঞ্চঘাটের যাত্রী ছাউনি ছিল।
ফারহান ফ্যাশনের মালিক বলেন, তিনি ভাড়ায় দোকান চালান। তিনিও ২ লাখ টাকা অগ্রিম দিয়ে প্রতিমাসে ৩ হাজার টাকা ভাড়া দেন।
এছাড়া একটি হোটেলও রয়েছে তার দখলে। সবাই আজগর আলীকে ভাড়া দেন।
জ্বালানি তেল ব্যবসায়ী মো. আলম বলেন, এসব জায়গা লঞ্চঘাটের যাত্রী ছাউনি ছিল। এখন তারা মার্কেট করে ভাড়া দিয়েছে। তিনিও ২০ বছর আগে শুধু স্ট্যাম্পে সই-সাক্ষর করে ১ লাখ ৪০ হাজার টাকা দিয়ে মো. ফালুর নিকট হতে কিনে নেন।
তবে কোনো সাব কবলা দলিল নেই। তিনি দাবি করেন, এসব জায়গার বেশির ভাগই খাস ও সরকারি। সরকার চাইলে চলে যাবো।
এ বিষয়ে আজগর আলী বলেন, তিনি কারো জমি দখল করে মার্কেট করেননি। ২০২০ সালে তিনি মুরাদ নামের একজনের কাছ থেকে যাত্রী ছাউনি স্ট্যাম্পের মাধ্যমে কিনেছেন। তবে রেজিস্ট্রি দলিল নেই। এছাড়া শেখ শাহিন ও মো. শানালের নিকট থেকে দখল পজিশন কিনে নেন।
কোমরগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক জুম্মন আলী বলেন, তিনি নতুন দায়িত্ব নিয়েছেন। জমি দখলের বিষয়গুলো উপজেলা প্রশাসন কোনো নির্দেশনা দিলে সহায়তা করবো। এর বাইরে তাদের কি করার আছে।
বিআইডব্লিউটির পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, লঞ্চঘাটের যাত্রী ছাউনির জায়গা দখলের সুযোগ নেই। বিষয়টি কেউ জানায়নি। দ্রুত খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: কালের কণ্ঠ