গতকাল ২৭ মে সাপ্তাহিক নববাংলা নামে একটি অনলাইনে “আম পাড়াকে কেন্দ্র করে মারামারি” শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। সংবাদটি সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রচার করেন আরজান মিস্ত্রি। সংবাদে বলা হয় আমরা তাদের উপর হামলা চালিয়েছি, যা সম্পূর্ণ মিথ্যা। এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মূল ঘটনা, গত তিনদিন আগে আমার মা (রুনা আক্তার) আমাদের গাছের আম পাড়ার সময় আমার চাচা আরজন মিস্ত্রির ছেলে রাজা আমার মায়ের উপর হামলা করে। এসময় সময় ধারালো অস্ত্র দিয়ে আমার মায়ের মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। আমরা তাৎক্ষনিকভাবে মাকে হাসপাতালে নিয়ে আসি এবং আইনের আশ্রয় নেই। আমার মায়ের মাথায় ১৩ টি সেলাই দিতে হয়েছে। সেসময় আমার মায়ের সাথে আমার স্ত্রী ছিলো তাকেও রাজা লাঠি দিয়ে আঘাত করে মারধর করে।
আমাদের উপর হামলার বিচার ও অপরাধীদের শাস্তির দাবী জানাই এবং সত্য উদঘাটন করে সঠিক সংবাদ প্রকাশের আহবান জানাচ্ছি।
আমি মো. আরমান হোসেন
সাং- নয়াবাড়ি
দোহার-ঢাকা।