নিজস্ব প্রতিনিধি:
ঢাকার দোহারে উপজেলায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার মইতপাড়ায় ড্যাফোডিলস হাই স্কুল মাঠে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি দোমাশিস এর সভাপতি মো. নূরে আলম সিদ্দিকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনয় সভায় প্রাধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
এসময় প্রধান অতিথি সহ উপস্থিত সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় দোমাশিস এর পক্ষ থেকে। এবং প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্য আবু আশফাক বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড তাই শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা সবচেয়ে বেশি। আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম বেপারী,যুবদল নেতা জহিরুল ইসলাম, ড্যাফোডিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ হোসেন। উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাগন সহ সকল শিক্ষক শিক্ষিকা গন।