নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি:
ঢাকার নবাবগঞ্জের বাহ্রা ইউনিয়নের বড় বাহ্রা শুভরিয়া এলাকায় ভেকু মেশিন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মো. ফয়সাল ও কালামের বিরুদ্ধে। ফয়সাল বাহ্রা এলাকার আব্দুল করিমের ছেলে। দিবাগত রোববার রাত ১১ টার দিকে ভেকু মেশিনে আগুন জ্বলতে দেখতে পায় স্থানীয়রা। পরে এলাকার লোকজনের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সম্ভব হয়নি। মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় মেশিনটি। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
কোমরগঞ্জ এলাকার আমজাদ হোসেন অভিযোগ করে বলেন, আমার নিজের জমি ভরাট করতে ভেকু ভাড়া করেছি এবং তিনদিন কাজও হয়েছে। এর আগে বাহ্রা এলাকার ফয়সাল, কালাম আমার এই জমি ভরাট কাজ করতে ১ লাখ ৬০ হাজার টাকা চায়। টাকার পরিমান বেশি হওয়ায় তাদেরকে ভরাটের কাজ দেইনি। পরে আমি নিজেই ভেকু ভাড়া করে নিয়ে কাজ শুরু করি। এরপর ফয়সাল আমাকে জানান, ‘আমাদের ছাড়া কিভাবে কাজ করেন দেখবো’। ‘ভেকু আগুন দিয়ে পুড়িয়ে দিব’ এধরনের হুমকিও দেয় আমাকে। একপর্যায়ে রোববার রাতে ভেকুতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে খবর দেয়। আমার ধারনা কাজের শুরুতে হুমকি দিয়েছে এবং তাদের দিয়ে কাজ না করানোর কারনেই এই আগুন দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে আমি এর সুষ্টু বিচার দাবি করছি।
এ বিষয়ে ফয়সাল দাবি করে বলেন, আমি তাদের মাটি ভরাটের কাজ করতে চেয়েছিলাম। দাম কম বলায় আমি করিনি। কিন্ত ভেকুতে কোন আগুন দেইনি। বরং আমার সাথে পূর্ব শত্রুতা ছিল, সেই শত্রুার জেরে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী আমজাদ হোসেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। থানা পুলিশের উপ-পরিদর্শক তানভীর আহমেদ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।