দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মানিকগঞ্জ শহরের ড্রেনেজ ব্যবস্থার বেহাল চিত্র ফুটে উঠেছে। অপরিকল্পিত নির্মাণ কাজ এবং বিদ্যমান ড্রেনগুলো সংস্কারের অভাবে জয়রা-মেডিকেল সড়ক এবং বাসস্ট্যান্ডের পৌরমার্কেট সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা ভয়াবহ রূপ ধারণ করেছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পৌরবাসী। জানা গেছে, জয়রা-মেডিকেল সড়কটি আরসিসি ঢালাই দিয়ে নির্মাণ করা হলেও এর দুইপাশে পানি নিষ্কাশনের কোন ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি। এই সড়কের দুই পাশে অসংখ্য দোকান, মার্কেট, হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এছাড়াও এ রাস্তায় দিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রচুর মানুষের যাতায়াত করে। বৃষ্টি হলেই এই সড়কে পানি জমে থাকে। পানি বের হওয়ার কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জমে থাকে দীর্ঘদিন। যা পথচারী ও যানবাহন চালকদের জন্য ভয়াবহ দূর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে।
স্টেশনারী ব্যবসায়ী নুরু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ড্রেন না করেই জয়রা-মেডিকেল সড়কটি আরসিসি ঢালাই করা হয়েছে। এতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়ছেন। মুদি দোকানী শুকুর আলী বলেন, এই সড়কে ড্রেন না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। পানি বের হওয়ার কোন জায়গা না থাকায় দীর্ঘদিন পানি জমে থাকে।
অন্যদিকে, বাসস্ট্যান্ডের পৌরমার্কেটের সামনে থেকে ফল-পট্টি হয়ে ফুট ওভার ব্রিজ পর্যন্ত এলাকাতেও একই চিত্র। এখানে ড্রেন থাকলেও সেগুলোর নিয়মিত সংস্কারের অভাবে পানি নিষ্কাশন হচ্ছে না।
বাসস্ট্যান্ড ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হোসেন জানান, ড্রেন নির্মাণের সময় কাঁচাবাজারের ডিম পট্টির সামনে ড্রেনের বিপরীত মুখ বন্ধ রাখা হয়েছি। নির্মাণ কাজ শেষ হওয়ার পরও তা পরিপূর্ণভাবে খোলা হয়নি। বর্তমানে টানা বৃষ্টিতে সংলগ্ন পুকুরটিও ভরে গেছে। বর্তমানে পানি বের হওয়ার পথটি পুরোপুরি বন্ধ হওয়ায় আমাদের দোকানের সামনে হাঁটু পানি জমে রাস্তার এক লেন পর্যন্ত পানি চলে গেছে।
ফল ব্যবসায়ী আকাশ মিয়া বলেন, দীর্ঘদিন ধরেই এই সমস্যা হচ্ছে। বৃষ্টি হলেই রাস্তায় হাটু পানি হয়। অথচ রাস্তার পাশেই কিন্তু ড্রেন আছে। এ বিষয়ে পৌরসভার প্রশাসক সানজিদা জেসমিনের মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপে কল ও মেসেজ দিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি। দ্রুত এই সমস্যার সমাধান না হলে বর্ষার বাকি দিনগুলোতে মানিকগঞ্জবাসীর দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অনতিবিলম্বে জয়রা-মেডিকেল সড়কে ড্রেন নির্মাণ এবং বাসস্ট্যান্ড এলাকার ড্রেনগুলো সংস্কার করে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন পৌরবাসী।