দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও স্কুল শিক্ষক হারুনুর রশিদ (হারুন মাষ্টার) হত্যার ঘটনায় মহসিন নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে পানকুন্ড এলাকা হতে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানায়, হারুন মাষ্টার হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে মহসিনকে আটক করে পুলিশ। সোমবার রাতে তাঁকে আটক করলেও দোহার থানা পুলিশ হারুন হত্যার মূল রহস্য বের করার স্বার্থে তাঁেক ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার দেখায়। মহসিনকে আটকের বিষয়ে সংবাদকর্মীদের তথ্য দেয়ার বিষয়ে গোপনীয়তা রক্ষা করে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, হারুন হত্যা মামলায় তাঁকে সন্দেজনক গ্রেপ্তার করা হলেও প্রাথমিকভাবে তার কাছে থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আদালত তাঁকে রিমান্ড দিলে জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে বিশেষ কিছু পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদকে ওরফে হারুন মাষ্টারকে গত ২ জুলাই সকাল ৬টার দিকে নদীর পাড়ে হেঁটে যাওয়ার সময় গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি (দোমাশিস) মানববন্ধন করে প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবি জানান। আলোচিত এ হত্যাকে কেন্দ্র করে দোহারের সর্বত্র প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভে ফুঁসে উঠেছে সকল শ্রেণী পেশার মানুষ।