দোহার(ঢাকা)প্রতিনিধি:
দোহারে গভীররাতে গ্রীল কেটে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ঢুকে হত্যার হুমকি দিয়ে স্বর্নালংকার লুটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্খল পরিদর্শন করেন এবং দস্যুতার আলামত সংগ্রহ করেন।
রোববার শেষরাতে উপজেলা উত্তর শিমুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ খালাসী(৭২) এর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, দ্বিতল ভবনের নিচতলার জানালার গ্রীল কেটে বাড়ির ভিতরে ঢুকে ঘরের প্রধান দরজা খুলে বাকি ডাকাতদল প্রবেশ করে। এ সময়ে গৃহকর্তা বীর মুক্তিযোদ্ধাকে হত্যার হুমকি দিয়ে ১০ মিনিটের মধ্যে ৩০ ভরি স্বর্ণালংকার, রান্না ঘরে রাখা নতুন ২টি ছুরি, ঘরের ডিসপ্লেতে রাখা সাড়ে চার ফুট লম্বা সাইজের একটি তলোয়ার নিয়ে ঘরের দরজা খুলে পালিয়ে যান ডাকাত দল।
ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর সঙ্গে কথা বলে জানা গেছে, নিজের দ্বিতল ভবনের নিচতলায় ঘুমিয়েছিলেন স্ত্রী নাছিমা আজাদ(৫৮)কে নিয়ে। ভোর ৪টার দিকে হঠাৎ শব্দ পেয়ে ঘুম ভাঙে আমার।এ সময়ে আমার শোবার ঘরে কারা যেন আমার শরীরের উপর উঠে বসেছে। বাসায় কিছু একটা হচ্ছে বুঝতে পেরে প্রতিরোধ করে ব্যার্থ হই। দস্যু চক্রের মুখোশ পরিহিত ৪ জন সুঠাম দেহের অধিকারী আমার শরীরের উপর উঠে চাকু দিয়ে আমার গলার উপর ধরে আমাকে কাবু করে ফেলে। এ সময়ে আমাকে জানে মেরে ফেলার হুমকি দেন এবং শেষবারের মতো আমাকে সতর্ক করেন। এ সময়ে আমার পাশে শোয়া আমার স্ত্রীর গলায় সোনার চেইন, কানের এক জোড়া দুল ও হাতের সোনার চুড়ি অস্ত্রের মুখে খুলে নেন দস্যুরা। এ সময়ে বার বার দস্যুরা আমার লাইসেন্সকৃত বন্দুকের খোজঁ করেন আলমারিতে। জীবননাশের হুমকি দিয়ে আলমারী খুলে একটি টিনের বাক্সে রাখা আমার মেয়ের ও ছেলের বৌ’র রাখা স্বর্নালংকারসহ মোট ৩০ ভরি স্বর্ণালংকার, রান্না ঘরে রাখা নতুন ২টি ছুরি, ঘরের ডিসপ্লেতে রাখা সাড়ে চার ফুট লম্বা সাইজের একটি তলোয়ার নিয়ে ঘরের দরজা খুলে পালিয়ে যান।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হাসান আলী জানান, ভবনের জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে গৃহকর্তাকে হত্যার হুমকি দিয়ে স্বর্নালংকার লুটের ঘটনায় আমরা বেশকিছু আলামত উদ্ধার করতে পেরেছি। তথ্য প্রযুক্তির সহায়তায় ও বাড়ির সিসি ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের আটক করা হবে।