দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের শুশুন্ডা এলাকার মাদরাসাতুল ওহী আল-ইসলামিয়া কয়ড়া। প্রতিষ্ঠানটির সকল পরীক্ষার্থী জিপিএ ফাইভ ও এ গ্রেড পেয়ে শতভাগ পাস করেছে।
জানা গেছে, এ বছর মাদরাসাতুল ওহী আল-ইসলামিয়া কয়রা থেকে তিনজন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে দুজন জিপিএ-ফাইভ অর্জন করেছে এবং একজন পেয়েছে এ গ্রেড। প্রিন্সিপাল হাবীবুল্লাহ বাহারের সঠিক দিকনির্দেশনা এবং সকল শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় ঈর্ষণীয় এই ফলাফল অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
মাদরাসার প্রিন্সিপাল হাবীবুল্লাহ বাহার এই সাফল্যের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং কার্যকর শিক্ষানীতি গ্রহণের ফলেই আমরা শতভাগ সাফল্য অর্জন করতে পেরেছি।” তিনি আরও জানান, বিগত বছরগুলোতেও তাদের শিক্ষার্থীরা ৫ম এবং ৮ম শ্রেণির সমাপনী পরীক্ষায় এ প্লাস সহ শতভাগ পাশের ধারা বজায় রেখেছে। মাদরাসাতুল ওহী আল-ইসলামিয়া কয়ড়ার এই সাফল্য স্থানীয় শিক্ষাঙ্গনে প্রশংসিত হচ্ছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তাদের এই সাফল্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।