দোহার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহারে সড়ক দুর্ঘটনায় মো. আজিম (২১) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আজিম উপজেলার দক্ষিণ জয়পাড়া ফায়ার সার্ভিস এলাকার মহিউদ্দিনের ছেলে।
সোমবার (১৪জুলাই) সন্ধ্যায় উপজেলার বাঁশতলা খেজুরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় আজিম তার নিজের মোটর সাইকেল চালিয়ে জয়পাড়া থেকে কার্তিকপুরের দিকে যাচ্ছিলো। বাঁশতলা খেজুরবাগ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুত্বর আঘাত পায় আজিম। এ সময় তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে নিহতের পরিবারের লোকজন এসে পুলিশের সহায়তায় লাশ উদ্ধার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে দোহার থানার ওসি মো. হাসান আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কোন অভিযোগ থাকলে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে, এখনো কেউ থানায় অভিযোগ করেনি।