দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বিকেলে সদর উপজেলার জাগীর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অবরোধ চলাকালে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
তারা জানান, নির্যাতনের প্রতিবাদে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। দোষীদের বিচার না হলে আন্দোলন আরও তীব্র হবে। এসময় এনসিপি'র মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী জাহিদুর রহমান তালুকদার, যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট এ এইচ এম মাহফুজ, যুগ্ম সমন্বয়কারী এডভোকেট আমিরুল ইসলাম, কাজী হারুনুর রশিদ পিন্টু, সদর উপজেলার যুগ্ম সমন্বয়ক কাজী মাসুকুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটির আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব নাহিদ মনির, যুগ্ম আহ্বায়ক রমজান মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাজু, মেহরাব হোসেনসহ তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
এনসিপির মানিকগঞ্জ জেলা কমিটির প্রধান সমন্বয়কারী জাহিদুর রহমান তালুকদার বলেন, গোপালগঞ্জে আমাদের নেতা-কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সন্ধ্যার দিকে অবরোধ তুলে নেয়া হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।