দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা তাদের দলকে দ্বিগুণ শক্তিশালী করেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে মানিকগঞ্জে এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগ গোপালগঞ্জে হামলা করে প্রমাণ করেছে কেন তারা রাজনীতি করতে পারছে না। তারা ভেবেছিল তাদের হামলায় আমরা ভয় পাব, কিন্তু জুলাইয়ে আমরা সব ভয় জয় করেছি।” তিনি আরও যোগ করেন, “তাদের আক্রমণ আমাদের দ্বিগুণ শক্তিশালী করেছে। ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জই এর প্রমাণ। গোপালগঞ্জে আবারও কর্মসূচি করব, প্রতিটি ঘরে ঘরে যাব।” এনসিপি আহ্বায়ক শেখ হাসিনার মতো একক শক্তিশালী প্রধানমন্ত্রী এবং হাসিনা ও মুজিবের সংবিধান চান না বলেও জানান।
তিনি বলেন, “আমরা জনগণের নতুন সংবিধান চাই। নির্বাচন লাগবে, কিন্তু সংস্কার ও বিচারের পর। আমরা পিআর পদ্ধতি চেয়েছি।” ইসলাম পালন করতে গেলেই ‘জঙ্গি’ তকমা দেওয়ার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ নিজেদের ধর্মনিরপেক্ষ দাবি করলেও তারাই হিন্দুদের সবচেয়ে বেশি সম্পত্তি দখল করেছে।
অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, অন্তর্বর্তী সরকার এখনও জুলাই ঘোষণাপত্র ও সনদ দেয়নি এবং কোনো দাবিই রাখেনি, বরং নির্বাচনের ম্যান্ডেট তৈরি করছে। তিনি আরও বলেন, সরকার সোহেল তাজের সঙ্গে দেখা করেছে। সামান্তা শারমিনের বলেন, “আওয়ামী লীগের কোনো রিকন্ডিশনড বাংলাদেশে ভীত গড়তে পারবে না, গড়তে দেওয়া হবে না।” চাঁদাবাজি বন্ধ না হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা আওয়ামী লীগকে হটিয়ে বিএনপিকে আনতে চাই না।” পথসভাকে কেন্দ্র করে মানিকগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের দল টহল দিয়েছে।