দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের বিলাসপুর ইউনিয়নের কুলছরি এলাকার যুবদল কর্মী রিপন খলিফার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিলাসপুর ইউনিয়নবাসী। সোমবার দুপুরে উপজেলার জয়পাড়া কালেমা চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, গত ১৬ ই জুলাই মধ্যরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে রিপন খলিফাকে আসামী কর যে মামলা দেয়া হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কোন প্রভাবশালী মহলের ইশারায় পুলিশ এমন মামলায় আসামী করেছে বলে অভিযোগ করেন মানববন্ধনকারীরা। এসময় রিপন খলিফার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।
পরে মানববন্ধন শেষে কালেমা চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দোহার থানার প্রধান ফটকে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএনপির সহ-সাংগঠণিক সম্পাদক আক্তার হোসেন, বিলাসপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক জসিম মোল্লা, জাসাসের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাউল কাশেম, উপজেলা যুবদলের সাবেক সাংগঠণিক সম্পাদক খলিলুর রহমান, ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, পৌরসভা যুবদল নেতা বেপারী রাজমুল আরমান, বিএনপি নেতা দেলোয়ার খন্দকার, সামসুল আলম মোল্লা, শিক্ষার্থী আফরোজা আক্তার আখিসহ আরও অনেকে।