দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। রবিবার (২০ জুলাই) রাতে মানিকগঞ্জ জেলা শহরের রিজার্ভ ট্যাংক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, বৈষম্য বিরোধী একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা বিএনপির প্রচার সম্পাদক ও আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শামিম আল-মামুন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার তাপস সাহার নেতৃত্বে শহরের খালপাড় ও আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় নিরীহ ছাত্র-জনতার ওপর বর্বর হামলা চালানো হয়। এরপর তারা শহীদ রফিক সড়কে অবস্থিত জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় তাপস সাহাকে রবিবার রাতে শহরের রিজার্ভ ট্যাংক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে ওই এলাকার স্বপন সাহার ছেলে। তাকে আজ সোমবার (২১ জুলাই) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।