দোহার (ঢাকা) প্রতিনিধি.
জমি রেজিস্ট্রির ক্ষেত্রে অতিরিক্ত উৎস কর বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জমি ক্রেতা ও বিক্রেতারা। বুধবার বেলা ১২ টায় ঢাকার দোহার উপজেলা প্রাঙ্গণে সাব রেজিস্ট্রি অফিসের সামনে মানববন্ধন করেন তারা।
বক্তারা বলেন, দোহারের চারটি ইউনিয়ন পদ্মার তীরবর্তী এলাকায় ও পৌরসভার একটি অংশ আড়িয়াল বিলে অবস্থিত। যেখানে জমির মূল্য ১৫ থেকে ২০ হাজার টাকা শতাংশ সেখানে উৎস কর ৩০ হাজার টাকা দেয়া কোন ভাবে সম্ভব নয়। গত ১ জুলাই থেকে এই উৎসকর বৃদ্ধির পর জমি রেজিস্ট্রি কমে যাওয়ায় সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি বন্ধ হয়ে গেছে দলিল লেখকদের আয়ের পথ। এসময় এই অতিরিক্ত উৎস কর বাতিলের দাবি জানান মানববন্ধনকারীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত স্মারকলিপি জমা দেন তারা।
এসময় দোহার উপজেলার জমি ক্রেতা, বিক্রেতা, দলিল লেখকসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।