সংবাদ সম্মেলনে পান্নু বেপারীর মা পিয়ারা বেগম দাবি করেন, আদিল ও শারমিন সাংবাদিকদের যে তথ্য দিয়েছেন তা মিথ্যা। তিনি বলেন, আমার ছেলের কাছ থেকে আদিল চুক্তিপত্রের মাধ্যমে টাকা নিয়েছে, কিন্তু জায়গা বুঝিয়ে দেয়নি। আমাদের কাছে তার প্রমাণ আছে।
এ সময় শাহজাহান মাঝি বলেন, আমি এই ব্যাপারে কিছুই জানিনা। তবুও আমার নামে আদিল গংরা মিথ্যা অপবাদ দিচ্ছেন। তারা বলছেন, আমি নাকি তাদের জায়গা দখলের চেষ্টা করছি। এ সব তথ্য মিথ্যা। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে পান্নু বেপারীর স্ত্রী মাকসু আক্তার, বোন হেলেনা আক্তার, ফাতেমা আক্তারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।