দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর এলাকার শেখ কাশেম নামে এক বিএনপি নেতাকে মারধর করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কাশেম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও মুকসুদপুর গ্রামের শেখ আনছার আলীর ছেলে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শেখ কাশেম দোহারের পদ্মা নদীতে জেলে দিয়ে মাছ শিকার করে বিক্রি করেন। শেখ কাশেম জেলেদের নতুন জাল ও নৌকা কিনে দেওয়ার পর জেলেরা জানায় তারা শামীম শিকদারের সাথে কাজ করবে। এসময় শেখ কাশেম জেলেদের কাছে জাল বাবদ ক্ষতিপূরণ দাবি করে।
জেলেরা শামীম সিকদারকে বিষয়টি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) আনুমানিক রাত ৮টার দিকে মুকসুদপুর বাজারে এসে কাশেম শেখকে কিল-ঘুষি মেরে আহত করেন। এসময় শেখ কাশেম জরুরী সেবা ৯৯৯ এ কল করে সহযোগিতা চায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোহার উপজেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় দোহার থানায় অভিযোগ করেন ভুক্তভোগী কাশেম।
এদিকে শামীম সিদকারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি শেখ কাশেমকে মারধরের বিষয়টি অস্বীকার করেন এবং ওই ছেলের কাছে চাঁদা চেয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এবিষয়ে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের উপ পুলিশ পরিদর্শক মো.শাহআলম বলেন, এবিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।