দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার বিলসপুরে জমি দখলের অভিযোগ উঠেছে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা ও তার ছেলে মাসুদ মোল্লার বিরুদ্ধে। এবিষয়ে ঐ এলাকার শাহিন মোল্লা, হাসান মোল্লা, ও মিজান মোল্লা নামে তিন ব্যক্তি এমন অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ জমা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, দোহার উপজেলা ভূমি অফিস, দোহার থানা ও প্রেসক্লাব বরাবর। অভিযোগে উল্লেখ করেন, কৃষ্ণদেবপুর এলাকায় আর এস-৮৬৩ দাগে তাদের মালিকানাধীন জমিদখলের চেষ্টা করছে। এতে বাধা দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এবিষয়ে দোহার উপজেলা প্রশাসনের সহায়তার কথা উল্লেখ করেন তিনি।
এমন অভিযোগের ভিত্তিতে আলাউদ্দিন মোল্লা বলেন, আমি বা আমার পরিবারের কেউ কোন প্রকার জমি দখল করিনি। আমাদের উপর মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, আপনারা চাইলে আমার বৈধ মালিকানার কাগজ দেখাতে পারবো।
এব্যাপারে উপজেলা সহকারী ভূমি তাসফিক সিগবাতউল্লার মোবাইলে একাধিক ফোন দিলে তিনি রিসিভ করেননি।