নিজস্ব প্রতিনিধি.
দেশ ও সরকারের নিরাপদ পরিবশে চিন্তা করলে দ্রুত তাঁদেরকে নির্বাচন দিয়ে বিদায় নেয়া উচিত। তা না হলে ফ্যাসিবাদ আরো উগ্রবাদী হয়ে আঘাত হানতে পারে। দেশীয় বিদেশী ষড়যন্ত্র বাড়ছে। এ থেকে দেশের মানুষকে বাঁচাতে জনগণের নির্বাচিত সরকারের বিকল্প নেই। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শনিবার (২ আগষ্ট) দুপুরে রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি ভবন মিলনায়তনে অনুষ্ঠান করা হয়। মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনে উদ্যোগে এ আয়োজন করা হয়।
এসময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা চাই দুঃসাশন দুরে ঠেলে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। আর দেশি-বিদেশী ঘড়যন্ত্রে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে। যাতে নির্বাচন পিছিয়ে যায়। এসব নানামূখী ষড়যন্ত্র দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এ তকে উত্তরণ জরুরী।
তিনি বলেন, অনেক আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। আমরা রক্ত পিপাসু, ফ্যাসিষ্ট হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়া করেছি। আগামীতে এদের মোকাবিলা করবো। সকলকে সজাগ থাকতে হবে, ষড়যন্ত্রকারীদের সফল হতে দেয়া হবে না।
দেশের এ ক্রান্তিকালে প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের মতো বিচক্ষণ নেতার খুব প্রয়োজন ছিল। তাঁর আবেগ ও স্মৃতিকে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
আলোচক ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
স্বেচছাসেবকদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মান্নান নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রয়াত নেতা আব্দুল মান্নানের কন্যা ব্যারিস্টার মেহনাজ মান্নান।
উল্লেখ্য প্রয়াত আব্দুল মান্নান ঢাকা -২ আসনের (নবাবগঞ্জ উপজেলা)র চার বারের এমপি ও প্রতিমন্ত্রী ছিলেন। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর।