দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে মোটরসাইকেল দুর্ঘটনা রোধে বন্ধন সেবা সংগঠনের জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার জয়পাড়া কালেমা চত্বরে জনসচেতনতামূলক এ সভার আয়োজন করেন স্থানীয় সামাজিক সংগঠন ‘বন্ধন সেবা সংগঠন’।
সংগঠনের সদস্যদের উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় জনগণের মধ্যে সড়ক নিরাপত্তা ও মোটরসাইকেল চালনায় সতর্কতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বক্তব্য প্রদান করা হয়।
এসময় মোটরসাইকেল চালনার সময় হেলমেট ব্যবহার, গতিসীমা মেনে চলা, সড়ক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং দুর্ঘটনা এড়াতে সতর্কতার গুরুত্বের উপর জোর দেন। বক্তারা আরও বলেন, জনসচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন সেবা সংগঠনের সভাপতি রানা আহমেদ, সাধারণ সম্পাদক সেজান মাহমুদ শান্ত, কোষাধ্যক্ষ সাজ্জাদ খান এবং অন্যতম সদস্য রাকিবুল ইসলাম।