দোহার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহারে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে শাসন করায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান শাখার এক ছাত্র ছোয়াদ হোসেন ইংরেজি শিক্ষক আনোয়ার হোসেনকে প্রকাশ্যে লাঞ্ছিত করে। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে শ্রেণিকক্ষে। শিক্ষক আনোয়ার হোসেন ওই ছাত্রকে কয়েকদিন ধরে অনুপস্থিত থাকার বিষয়ে জিজ্ঞাসা করলে এবং নিয়মিত উপস্থিত থাকতে বললে উল্টো উত্তেজিত হয়ে উঠে ছাত্রটি। এসময় শিক্ষক আনোয়ার হোসেন সোয়াদকে স্কেল দিয়ে আঘাত করে শাসন করেন। একপর্যায়ে সোয়াদ শিক্ষককে অপমানজনক ভাষায় কথা বলে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।
এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের সব শিক্ষক তাৎক্ষণিকভাবে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতির ঘোষণা দেন। তাদের দাবি, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত না করে পাঠদান সম্ভব নয়।
অপরদিকে, শিক্ষকদের কর্মবিরতির খবরে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা এ ঘটনায় প্রতিবাদ জানায়। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তোলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইয়্যেদা ইয়াসমিন লীনা বলেন, “এ ঘটনা অত্যন্ত দুঃখজনক ও শিক্ষাঙ্গনের শৃঙ্খলা ভঙ্গের স্পষ্ট নিদর্শন। বিষয়টি আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরাও ঘটনাটিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তারা বলেন, “শিক্ষকের প্রতি এমন আচরণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকিস্বরূপ। দ্রুত ব্যবস্থা না নিলে এমন ঘটনা বাড়তেই থাকবে।”
এবিষয়ে অভিযুক্ত সোয়াদের বক্তব্য পাওয়া যায়নি । তার মা শাবানা বেগম বলেন, প্রথম অপরাধ শিক্ষকের, ২য় অপরাধ আমার ছেলের। আমার ছেলেকে প্রথমে আঘাত করে, পরে ছেলে অনিচ্ছাকৃতভাবে শিক্ষককে আঘাত করে। আমি ছেলেকে শাসন করেছি।
এদিকে ঘটনার পর বিদ্যালয়ে উপস্থিত হন দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ। তিনি বলেন, শিক্ষকদের নিয়ে আলোচনা শেষে এবিষয়ে শিদ্ধান্ত জানানো হবে।