দোহার(ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে যুগান্তর পত্রিকার সাংবাদিক ও নবাবগঞ্জ প্রেক্লাবের সাধারণ সম্পাদক মো. কাজী সোহেলকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে যন্ত্রাইল ইউনিয়নের সুুরুজ দেওয়ান মুঠোফোনে তাঁকে এ হুমকি দেন। এঘটনায় রোববার সুরুজের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। কাজী সোহেল উপজেলার গোবিন্দপুর গ্রামের ভুলু কাজীর ছেলে। তিনি দৈনিক যুগান্তরের দোহার নবাবগঞ্জের প্রতিনিধি। এছাড়া নবাবগঞ্জ প্রেসকøাবের সাধারণ সম্পাদক।
জিডি সূত্রে জানা যায়, কাজী সোহেলের সাথে সুরুজের জমি নিয়ে পূর্বের বিরোধ চলছিল। সে জেরে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে সুরুজ তার ব্যবহৃত মোবাইল থেকে সোহেলকে কল দিয়ে গালিগালাজ করে। এক পর্যায়ে প্রাণনাশের হুমকি দেয় বলে জানা গেছে। এছাড়া সুরুজ কাজী সোহেলের ছবি ও নাম ব্যবহার করে ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে জানান সোহেল। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজ।
এ বিষয়ে সুরুজ দেওয়ানকে তাঁর মুঠোফোনে চেষ্টা করে পাওয়া যায়নি। সুরুজের মা সুলতানা পারভীন বলেন, সাংবাদিক সোহেল আমাদের প্রতিবেশী। ঘটনা শুনে আমি সোহেলের বাসায় গিয়ে দু:খ প্রকাশ করে ক্ষমা চেয়েছি। সম্প্রতি আওয়ামীলীগের এক মামলায় আমার ছেলেকে সোহেল গ্রেপ্তার করিয়ে জেল হাজতে পাঠায়। সেই কষ্টে হয়তো এ ভ‚ল কাজ করেছে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম বলেন, রাতেই পুলিশ সুরুজকে ধরতে যায়। তবে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়রী হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।