দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা বলেছেন, দেশে গণতন্ত্র ও সুশাসন ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশের বিরুদ্ধে এখনো গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে এবং বাংলাদেশে সুশাসন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আফরোজা খানম রিতা বলেন, মানিকগঞ্জে ৪০ হাজারেরও বেশি তরুণ এবার নতুন ভোটার হয়েছে। আগামীতে একটি উন্নত বাংলাদেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার গুরুত্ব তুলে ধরে তাদের ধানের শীষ প্রতীকে ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মানিকগঞ্জ সদর ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। একই ধরনের কর্মসূচি সাটুরিয়া, ঘিওর, দৌলতপুর, শিবালয়, সিংগাইর ও হরিরামপুর উপজেলাতেও পালিত হয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রফিকের কবরে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা ও পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন।