দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
অভিমানে বাড়ি ছেড়ে যাওয়ার সাতদিন পর ৮৫ বছর বয়সী বৃদ্ধ তাহাজ উদ্দিনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা-আরিচা মহাসড়কের সেকেন্ড গোলরা এলাকা থেকে বুধবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। গত বুধবার (৩০ জুলাই) সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। পোশাক, ছাতা, জুতা এবং লাঠি দেখে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। তাহাজ উদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের গোলড়া চরখণ্ড এলাকার বাসিন্দা এবং সুপরিচিত পত্রিকা ব্যবসায়ী আফজাল হোসেনের বাবা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার দিন সকালে তাহাজ উদ্দিন স্ত্রীর কাছ থেকে লাউ বিক্রির ৭০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর বিভিন্ন দোকানে হারপিক কেনার খোঁজ করেন। দাম বেশি হওয়ায় হারপিক না কিনে তিনি ঘাস মারার কীটনাশক কেনেন।
নিহতের ছেলে আফজাল হোসেন জানান, পত্রিকা বিলি করে বাড়ি ফেরার পথে বাবার সঙ্গে শেষ দেখা হয়। এরপর বাবা বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে মাইকিং করে এবং খোঁজখুঁজি করি। তিনি আরও বলেন, তার বাবার মানসিক কিছু সমস্যা ছিল এবং কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, গত বুধবার থেকে নিখোঁজ এই বৃদ্ধের গলিত মরদেহ আজ উদ্ধার করা হয়েছে। লোকমুখে জানা গেছে, তাহাজ উদ্দিন পাশের একটি দোকান থেকে ঘাস মারার বিষ কিনেছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।