নিজস্ব প্রতিনিধি.
প্রফেসর ডা. খন্দকার আবুল বাশার নবাবগঞ্জ এতিমখানা পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।
গত ৪ আগষ্ট বেলা ১২টায় নবাবগঞ্জ এতিমখানা সভা কক্ষে আয়োজিত নবাবগঞ্জ এতিমখানা কার্যকরী পরিষদের সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
মানবিক ডাক্তার হিসেবে পরিচিতি প্রফেসর ডা. খন্দকার আবুল বাশার কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি, নবাবগঞ্জের বৃহৎ স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্যারাগন হাসপাতালের চেয়ারম্যান। এছাড়াও তিনি নবাবগঞ্জের ৬টি মসজিদের সভাপতির দায়িত্বপালন করছেন। তাছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।
১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে অন্যরা হলেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সুপার/সম্পাদক মো. আমিনুল ইসলাম, প্রতিষ্ঠাতা প্রতিনিধি মো. আবু বকর চৌধুরী, দাতা প্রতিনিধি মো. রিয়াজ মিয়া, বিদ্যুৎসাহী সদস্য মো. সেলিম চৌধুরী, বিদ্যুৎসাহী সদস্য আজিজুল হক খান মিতু, অভিভাবক প্রতিনিধি মো. আব্দুস সালাম, অভিভাবক প্রতিনিধি মো. আব্দুল মজিদ, অভিভাবক প্রতিনিধিহাফেজ মাওলানা আব্দুর রহিম, কো-অপ্ট সদস্য ডা. মোহাম্মদ হোসেন, শিক্ষক প্রতিনিধি মোল্লা আরজু মোহাম্মদ আব্দুল্লাহ, শিক্ষক প্রতিনিধি মো. আলাউদ্দিন শেখ।
জানা যায়, কার্যকরী পরিষদের সভায় ৫০ সদস্যের সিদ্ধান্তে কমিটি নির্বাচিত করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সভায় সভাপতিত্ব করেন। নবাবগঞ্জ এতিমখানা ও দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ডাঃ এম আর খান শিশু হাসপাতালের প্রফেসর ( অবঃ) ডা খন্দকার। ৬ টি মাদ্রাসার প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছেন। এছাড়া কলাকোপা কে পি হাইস্কুলের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি।