দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা মো. আলামিনের বিরুদ্ধে। এতে ১৬ জন সদস্য চরম বিপাকে পড়েছেন। গত সোমবার, ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী গ্রামে এ ঘটনা ঘটে। আলামিন বালিয়াখোড়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তারা এই রাস্তাটি গত ১০০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করে আসছেন। হঠাৎ করেই প্রতিবেশী আলামিন রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। এতে শিশু, বৃদ্ধসহ পরিবারের সদস্যরা গৃহবন্দি হয়ে পড়েছেন। ভুক্তভোগী জহুরা বেগম (৭০) জানান, এই রাস্তা দিয়েই আমরা চলাচল করি। এখন রাস্তা বন্ধ করে দেওয়ায় আমার নাতি-নাতনিরা স্কুলে যেতে পারছে না। আমরা নিরীহ মানুষ। আমাদের অভিযোগ করার জায়গা নেই। আপনাদের মাধ্যমে আমি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
একই ধরনের দুর্ভোগের কথা জানিয়েছেন মোতালেব হোসেন (৬৫)। তিনি বলেন, আমার পরিবারের দশজন সদস্য এই রাস্তা ব্যবহার করি। রাস্তা বন্ধ থাকায় আমার নাতি-নাতনির স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। আমরাও জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হতে পারছি না।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত যুবদল নেতা মো. আলামিন জানান, তিনি তার নিজস্ব জমি রক্ষা করার জন্যই রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে ঘিওর থানা যুবদলের সাধারণ সম্পাদক সাঈফ সানোয়ার বলেন, বালিয়াখোড়া ইউনিয়নে এখনো যুবদলের কমিটি গঠন করা হয়নি। তবে আলামিন সভাপতি প্রার্থী।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামান্না ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।