দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে মানিকগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান আতার সভাপতিত্বে জয়রা এলাকায় তার রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান আতা বলেন, "বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। তিনি বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় চাইলে আপস করে বিদেশে গিয়ে রাজকীয় জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি জেলে গিয়েছেন তবুও আপোষ করেননি। তিনি জেলে যাবার পরের দিন আন্দোলন করতে গিয়ে আমি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছি।" অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আতাউর রহমান আতা।
এসময় সদর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার জহিরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী, জেলা টিসিবি পণ্য ডিলার মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সদর থানা কৃষক দলের সাবেক সদস্য সচিব পল্টু মিয়া, জেলা বিএনপি নেতা ফরিদুজ্জামান ফরিদ, সদর থানা বিএনপির উপপ্রচার সম্পাদক লায়ন মিলন ইসলাম, সাবেক কৃষকদল নেতা আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।