মানিকগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) মানিকগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় আতাউর রহমান আতাকে সভাপতি এবং মনিরুল ইসলাম পলাশকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির ঘোষণা করা হয়। শুক্রবার সকালে মানিকগঞ্জের জয়রা এলাকার ৩৩/৩ জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন সাংবাদিক দেওয়ান আবুল বাশার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক বিশেষ প্রতিনিধি নুরুল ইসলাম (সাত্তার)। তিনি তার বক্তব্যে নবগঠিত কমিটির সদস্যদের মানবাধিকার সুরক্ষায় নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, “মানবাধিকার নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এই নতুন কমিটি মানিকগঞ্জের মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।” নতুন কমিটির সভাপতি আতাউর রহমান আতা এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পলাশ তাদের বক্তব্যে বলেন, তারা মানবাধিকার সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন এবং সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। তারা আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনের যেকোনো ঘটনা প্রতিরোধে তারা কমিশন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।