সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় ৩৭পিছ ইয়াবাসহ মোঃ জাহিদ (২৬) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। শুক্রবার (১৫ আগষ্ট) রাত আনুমানিক পনেবারটার দিকে উপজেলার নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী মোঃ জাহিদ উপজেলার নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া এলাকার নুরুল ইসলাম এর ছেলে বলে জানায় পুলিশ।
শনিবার (১৬ আগষ্ট) সন্ধায় এক প্রেস রিলিজের মাধ্যমে ঢাকা জেলা দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। প্রেস রিলিজ সূত্রে জানা যায়, দোহারের শাইনপুকুর তদন্ত কেন্দ্রের পুলিশ মাদক উদ্ধার ও মোবাইল ডিউটি করাকালীন রাত পনেবারটার দিকে নারিশা বাজার অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দোহার থানাধীন নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া এলাকার ২৫নং শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে মিনহাজ বেপারী বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর একজন লোক অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করিতেছেন।
এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশী করে ৩৭ পিচ ইয়াবা ট্যাবলেট যার মূল্য আনুমানিক ১১ হাজার ১০০ শত টাকার ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
ঢাকা জেলা দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামী মোঃ জাহিদের কাছে থেকে ৩৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসায়ীর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।