দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের শিমুলিয়া এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। ঐ এলাকার মিজানুর রহমানের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মিজানুর রহমানের নির্মিত বিল্ডিং এর সাথেই চলাচলের রাস্তা বন্ধ করে নির্মাণ করা হয়েছে দেয়াল। এ নিয়ে স্থানীয়রা বাধা দিলে দেয়াল ভেঙ্গে দেয় মিজানুর। দেয়াল ভেঙ্গে দিলেও রাস্তা বন্ধ করে গাইড ওয়াল দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা ও তার প্রতিবেশীরা।
খোঁজ নিয়ে জানা যায়, ঐ এলাকার বেশ কয়েক বছর ধরে সুদের ব্যবসা করে মিজানুর রহমান মিজান গড়ে তুলেছেন টাকার পাহাড়। তার ক্ষমতার দাঁপটে কথা বলতে সাহস পাননা অনেকে।
এবিষয়ে মিজানুর রহমানের বক্তব্য নিতে গেলে তিনি বলেন, স্থানীয়দের অভিযোগের পর দেয়াল ভেঙ্গে দেয়া হয়েছে। সুদের ব্যবসার বিষয়ে বলেন, আমি একজনকে টাকা দিয়েছিলাম সে খুশি হয়ে আমাকে তিন হাজার টাকা লাভ দিয়েছে।
শুধু রাস্তা দখল ছাড়াও জোর পূর্বক জমি লিখে নেয়ার অভিযোগ করেন যুবদল নেতা মাহাবুব বেপারী নামে এক ব্যক্তি । তিনি বলেন, এই মিজানুর রহমান আমার কাছ থেকে ২৩.৫ শতাংশ জমি ক্রয় করেন । পরে আমাকে ২২ শাতংশের দাম পরিশোধ করে। জোর করে ২৩.৫ শতাংশ জমি ভোগ দখল করছে। আমি এর বিচার চাই।
এদিকে সংবাদ প্রকাশ না করতে বিভিন্ন ভাবে সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টা করেন মিজান। এলাকাবাসী বলেন, মিজানের এমন কর্মকাণ্ড বন্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া প্রযোজন।