দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) মানিকগঞ্জ জেলা বীজ ডিলার এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. মিজানুর রহমান ৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুনুর রশিদ পান ৫১ ভোট। এছাড়া, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন রাজীব। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৪২ জন ভোটারের মধ্যে ১১২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে স্থানীয় কৃষি কর্মকর্তা ও এসোসিয়েশনের সদস্যরা নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানান। তাদের প্রত্যাশা, নতুন কমিটি জেলার কৃষি উন্নয়ন এবং ডিলারদের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সভাপতি মো. মিজানুর রহমান বলেন, “১৪ বছর আগে সিলেকশনের মাধ্যমে একটি কমিটি গঠন করা হলেও এর পর আর কোনো নির্বাচিত কমিটি হয়নি। ফলে ডিলারদের স্বার্থে আগের কমিটি কার্যকরভাবে কাজ করতে পারেনি। এবার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আমরা আশাবাদী।”
তিনি আরও বলেন, “এই নির্বাচনে সহযোগিতার জন্য আমরা মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক আফরোজা রিতা আপা, গোলাম আবেদিন কায়সার ভাই এবং মানিকগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুস সালাম বাদল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।”