দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনালে এক শ্বাসরুদ্ধকর ট্রাইবেকার শুটআউটে শিবালয় উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলা।
শুক্রবার (২৯ আগস্ট) শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই বিজয় ঘরে তুলতে না পারায় খেলার মীমাংসা হয় টাইব্রেকারে। তাতে ৩-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সদর উপজেলা। টুর্নামেন্টের এই জমজমাট ফাইনাল দেখতে প্রচুর দর্শক মাঠে ভিড় করে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল টান টান উত্তেজনা। উভয় দলই বেশ কয়েকটি আক্রমণ শানালেও কোনোটিই সফল হয়নি। এরপর ট্রাইবেকারে সদর উপজেলার খেলোয়াড়দের স্নায়ুচাপ ধরে রেখে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে শিরোপা নিশ্চিত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরাফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন এবং উভয় দলের খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী ও মোহাম্মদ নাজমুল হাসান খানসহ জেলা প্রশাসন এবং অন্যান্য বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মানিকগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এই টুর্নামেন্টটি ১৬ আগস্ট শুরু হয়েছিল। জেলার সাতটি উপজেলা ও একটি পৌরসভাসহ মোট আটটি দল এতে অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টটি মানিকগঞ্জের ক্রীড়াজগতে এক নতুন প্রাণের সঞ্চার করেছে।