দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ পৌরসভার এলজিইডি আবাসিক এলাকায় ২৫ বছর ধরে ব্যবহার হয়ে আসা একটি রাস্তা বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। বাবা জনসাধারণের জন্য যে রাস্তা দিয়েছিলেন, ছেলে এখন সেটি বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।
রাস্তা উন্মুক্তের দাবিতে শনিবার সকাল ১১টায় বন্ধ রাস্তার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পশ্চিম “দাশড়া-রমজান আলী রোডের এলাকাবাসী”র ব্যানারে স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবকসহ শতাধিক স্থানীয় নারীপুরুষ এ মানববন্ধনে অংশ নেন। বক্তারা জানান, স্থানীয় বাসিন্দা আলী আশরাফের বাবা জীবিত থাকাকালীন ১৩ ফুট চওড়া এই রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের জন্য দলিলমূলে উল্লেখ করেছিলেন। পরে পৌরসভা এই রাস্তাটি মাটি ভরাট করে চলাচলের উপযোগী করে তোলে। আলী আশরাফ নিজে স্বাক্ষর করে এ রাস্তার জন্য পৌরসভা থেকে বরাদ্দ এনেছিলেন। সম্প্রতি আলী আশরাফ রাস্তাটি বন্ধ করে সেখানে একটি পাকা গেট নির্মাণ করেছেন। এর ফলে এলাকাবাসী, বিশেষ করে স্কুল-কলেজে যাতায়াতকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
মানববন্ধনে অভিযোগ করা হয়, এই বিষয়ে পৌরসভা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বক্তারা দ্রুত এই সমস্যার সমাধান করে রাস্তাটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার জোর দাবি জানান। অভিযুক্ত আলী আশরাফ দাবি করেন, এটি কোনো সরকারি বা পৌরসভার রাস্তা নয়, বরং তাদের পারিবারিক সম্পত্তি। তার বাবা যখন ভাই-বোনদের মধ্যে বাড়ি ভাগ করে দিয়েছিলেন, তখন পারিবারিক চলাচলের সুবিধার জন্যই এই রাস্তার কথা দলিলে উল্লেখ করা হয়েছিল। তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে পূর্ববর্তী সরকারের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার জায়গা জোর করে দখল করে নিয়েছিল। বর্তমানে সেই সম্পত্তি রক্ষা করতেই তিনি রাস্তাটি বন্ধ করেছেন।