নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহারের মাহমুদপুর ইউনিয়নে মাদক বেচাকেনায় বাঁধা দেয়ায় রিপন নামে এক যুবকের উপর হামলা করেছে মাদক ব্যবসায়ী মোজাফফর চৌধুরী।
শুক্রবার সকালে মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী রিপন বলেন, মোজাফফর এই এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বেচা কেনা করে আসছে। যুব সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। ইদানিং দেখছি ছোট ছোট ছেলেদের কাছেও এগুলা বিক্রি করছে। তাই আজ সকালে মোজাফফরের সাথে দেখা হলে তাকে এগুলা করতে নিষেধ করলে সে আমার উপর হামলা চালায়। এ বিষয়ে আমি দোহার থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছি।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, মোজাফফর ইয়াবা ব্যয়সা করে। এজন্য কয়েকবার পুলিশ তাকে ধরে নিয়ে যায়। কিছুদিন আগেও মাদক সহ ধরে নিয়ে মামলা দেয় পুলিশ। জামিনে এসে আবারও এগুলাই করছে।
মুঠোফোনে মোজাফফর চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, রিপন আমার নামে মিথ্যা বলছে। আমাকে সে বলে আমি নাকি ছোট ছোট বাচ্চাদের সাথে ঘুরি। আমি বলেছি না। এবিষয় নিয়ে কথা কাটাকাটি হয় তখন রিপন আগে আমার গায়ে হাত তোলে।