দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের ইকরাশী এলাকা হতে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। রোববার রাত ১০ টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা হলেন উপজেলার সুন্দরীপাড়া এলাকার মো.নাসের এর ছেলে হেমায়েদ আহম্মেদ (২০) অপরজন একই এলাকার আলমাছ খানের ছেলে ফারদীন খান (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চলাকালে রোববার রাত ১০ টার দিকে রাইপাড়ার ইকরাশী এলাকায় তল্লাশি করে হেমায়েদ ও ফারদীনের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে তাদের থানায় নিয়ে আসা হয়।
দোহার থানার এসআই হুমায়ন কবীর জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হবে।
দোহার থানার ওসি হাসান আলী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।