দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার নারিশা বাজারে এক যুবকের তাণ্ডবে ৬টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, হঠাৎ করেই হেমন্ত বেপারী নামের এক যুবক বাজারে প্রবেশ করে একের পর এক দোকানে ভাঙচুর চালায়। এসময় বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলাকারী উপজেলার নারিশা এলাকার রাজিব বেপারীর ছেলে বলে জানা গেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এ ঘটনায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বাজারে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অন্যদিকে, হামলাকারী হেমন্তের বাবা রাজিবের দাবি, চারদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন হেমন্ত। মানসিক অস্থিরতার কারণেই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।
এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের পদক্ষেপ কামনা করেছেন। ভাংচুরের পর ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ।