দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া এলাকায় অবস্থিত বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সাবেক অধ্যক্ষ কুলসুম বেগম চাবি হস্তান্তর না করায় গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংরক্ষিত আলমারির তালা ভাঙা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসনের অনুমতি ও উপস্থিতিতে এ তালা ভাঙার ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা আক্তার জানান, সাবেক অধ্যক্ষ কুলসুম বেগমকে পরিচালনা পর্ষদের সভাপতি রেজিস্ট্রি ডাকযোগে তিন দফা চিঠি পাঠানো হলেও তিনি তা গ্রহণ করেননি। পাশাপাশি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষিত আলমারির চাবিও হস্তান্তর করেননি। ফলে শিক্ষকদের সমন্বয়ে প্রশাসনের উপস্থিতিতে তালা ভাঙা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিব হাসান, পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান, শিক্ষক নাদিরা বেগম, লাভলী আক্তার, ভবতোষ রাজবংশীসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ।
এর আগে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ ও তালিকাভুক্ত করার জন্য সাত সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছিল।