দোহার (ঢাকা) প্রতিনিধি.
শেখ হাসিনার শেখ পরিবার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার দোহারের জয়পাড়া কালেমা চত্ত্বরে পথসভা ও র্যালীতে অংশ নিয়ে তিনি একথা বলেন।
রিজভী বলেন, হাসিনার বাবা বাকশাল করেছে, তিনিও মানুষের কথাবলার অধিকার কেড়ে নিয়েছে, আর বহুদলীয় গণতন্ত্র ও মানুষের কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে জিয়াউর রহমান। তাই তিনি বিএনপির প্রতিষ্ঠা করেছেন।
রিজভী আরও বলেন, বাংলাদেশ ছাত্রদল আপসহীনতার প্রতীক, তাই ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলকে ভোট দিতে হবে।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুণ রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে দোহার ও নবাবগঞ্জের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেয়। এর আগে সকাল থেকে মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে উঠে সভাস্থলসহ আশেপাশের এলাকা। সভাশেষে কালেমা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লটাখোলা করম আলীর মোড়ে এসে কর্মসূচীর সমাপ্তি হয়।