আমি মো: জালাল উদ্দিন। পিতা: হায়াত আলী গ্রাম: লটাখোলা, দোহার,ঢাকা। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, গত ৩ সেপ্টেম্বর বারুয়াখালী ডটকম নামে একটি অনলাইনে নবাবগঞ্জের আলালপুর গ্রামের আ: জলিল নামে এক প্রবাসীর অডিও রেকর্ড প্রচার করা হয়েছে।
সেখানে আমার বিরুদ্ধে ৪০ লাখ টাকার চাঁদা দাবির উল্লেখ করা হয়, যা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র নিন্দা জানাই । আমি মনে করি যেহেতু আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং আমি দোহারের বাসিন্দা সেক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনে আমার বক্তবটি প্রচার করা ও উচিৎ ছিলো।
এছাড়া সেখানে বরা হয়েছে আমি বিএনপির নেতাকর্মীদের নিয়ে বাড়ি ভাংচুর ও হামলা করেছি। যা সম্পুর্ণ মিথ্যা। বিএনপির সকল নেতৃবৃন্দর কাছে অনুরোধ করবো এমন বানোয়াট ও মিথ্যা তথ্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার।
মূল ঘটনা হচ্ছে যে স্থানটিতে বিল্ডিং নির্মানের কাজ চলছে সেখানে লটাখোলা মৌজার আর, এস দাগ নং— ২৬৩০ এ পৈতৃক সম্পত্তির ২ শতাংশ জমি রয়েছে যার বৈধ কাগজ রয়েছে। আব্দুল জলিল গং আমাদেও জমি দখল করে বিল্ডিং নির্মান করেছে। এ নিয়ে স্থানীয় ব্যাক্তিদের নিয়ে সমাধানে বসা হলে দখলকৃত জমির মূল্য পরিশোধের সিদ্ধান্ত গ্রহন করা হয়। যার বাজার মূল্য ৪০ লাখ টাকা । বারবার সময় নিয়েও সেই টাকা পরিশোধ না করে। আমার জমি দখলে রাখা হয়েছে । আমার বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ সম্পূর্ন মিথ্যা।
আমি চাই প্রশাসন বিষয়টি তদন্ত করে সঠিক সমাধান দিবেন। মিডিয়া কর্মীদের প্রতি অনুরোধ তথ্য যাচাই করে সঠিক তথ্য প্রচার করে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়তা করবেন ।
মো.আব্দুল জলিল
লটাখোলা, দোহার, ঢাকা।
০১৭২৭০৫৪০২৩