দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ মাস্টার হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে উপজেলার নয়াবাড়ি এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, হত্যাকাণ্ডের প্রধান আসামিরা জামিনে এসে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন মিছিলে অংশ নিচ্ছে। অথচ হত্যাকাণ্ডে প্রকৃত পরিকল্পনাকারীদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এসময় তারা দ্রুত মূল হোতাদের গ্রেফতারের দাবিসহ আসামিদের প্রশ্রয়দেয়া নেতাদের বহিস্কারের দাবি জানান।
উল্লেখ্য, গত (২ জুলাই) সকাল ৬ টায় নয়াবাড়ি পদ্মার তীরবর্তী এলাকায় গুলি করে হত্যা করা হয় বিএনপি নেতা হারুন মাষ্টারকে। এরপর থেকে ধারাবহিক প্রতিবাদ মিছিলে হত্যাকাণ্ডে জরিত মূল হোতাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করছে স্থানীয় এলাকাবাসি ও বিএনপি নেতাকর্মীরা।