দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে টনসিল অপারেশনের পর জ্ঞান না ফেরায় জিয়াসমিন আক্তার শিল্পী (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ইউনাইটেড হাসপাতালে এঘটনা ঘটে। নিহত জিয়াসমিন জেলার দৌলতপুর উপজেলার উলাইল গ্রামের রেজাউল করিমের স্ত্রী। রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শুক্রবার জিয়াসমিন আক্তার টনসিলের সমস্যায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
বিকেলে তার অস্ত্রোপচার করেন ডা. এনামুল হক। অপারেশনের আগে অজ্ঞান করার দায়িত্বে ছিলেন এনেস্থেসিস্ট ডা. জিয়া।
অপারেশন শেষে রোগীর জ্ঞান না ফেরায় চিকিৎসকরা জিয়াসমিনকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। স্বজনরা সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সঙ্গে সমঝোতা করেছে বলে জানা গেছে।
নিহত জিয়াসমিনের স্বামী রেজাউল করিম জানান, এব্যাপারে আমি কিছু বলতে পারব না, যা বলার আমার ভাই বলবে। তবে, সাংবাদিকদের সাথে তার ভাই এব্যাপারে কথা বলতে রাজী হয়নি।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. রাজা মিয়া বলেন, তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে ছিল। অপারেশনের পর সম্ভবত ডায়াবেটিস বেড়ে গিয়েছিল। এরপর চেষ্টা করেও আর জ্ঞান ফেরাতে পারেনি চিকিৎসকেরা।
হাসপাতালের চেয়ারম্যান ডা: আরশ্বাদ উল্লাহ জানান, ভুল চিকিৎসায় নয়, অপারেশনের পর রোগী হার্ট এট্যাকে মারা যেতে পারে। আমরা রোগী পক্ষের কাছে ক্ষমা চেয়েছি।
মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। একটি সাধারণ অপারেশনের এমন করুণ পরিণতিতে জেসমিনের পরিবার ও গ্রামবাসী হতবাক। এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনা শুধু একটি পরিবারের বেদনা নয়, এটি জেলার স্বাস্থ্যসেবার মান এবং অপারেশনের নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে।