নিজস্ব প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন শ্রমিকদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মাহমুদপুর ইউনিয়নের চরলটাখোলা এলাকায় এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. আউয়াল মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাহাবুব শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইউনুস আলী খান।
এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি তৌহিদুর রহমান, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. তোফাজ্জল হোসেন, রাইপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমীর শিকদার, সাবেক যুবদল নেতা সালাম মৃধা, উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক বিকাশ সরকার, উপজেলা যুবদলের সাবেক সাংগঠণিক সম্পাদক খলিলুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠণের অন্যান্য নেতাকর্মীরা।