দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকা জেলার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নে মহিলা দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার রাইপাড়া ইউনিয়ন মহিলা দল নেত্রী নাছিমা বেগম মত বিনিময় সভার আয়োজন করেন।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এর দিক নির্দেশনায় রাইপাড়া ইউনিয়ন মহিলা দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তবাদী মহিলাদল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও ঢাকা জেলা মহিলা দলের নব-নির্বাচিত সভাপতি শামীমা রহিম শিলা।
আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা মহিলাদল ও রাইপাড়া ইউনিয়ন মহিলা দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
ঢাকা জেলা মহিলা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালি করতে সাংগঠনিক দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রহিম শিলা। তিনি তার বক্তব্যে বিএনপি ‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরাতের ৩১ দফা বাস্তবায়ন সম্পর্কে গুরুত্ব তুলে ধরেন ও মহিলাদের অধিকার আাদায়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।