দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে সাবেক অতিরিক্ত আইজিপি ড. খন্দকার সামসুদ্দোহাকে মদ্যপান ও গৃহকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার পানালিয়া ওয়ান্ডেরালা গ্রীনপার্ক এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাতে সামসুদ্দোহা মদ্যপ অবস্থায় বাড়ির কাজের লোকজনকে হুমকি দেন। রাত ১১টার দিকে এক গৃহকর্মী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে নবাবগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। পরে রাতভর থানার ওসি মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একাধিক টিম তাঁর বাড়ি ঘিরে রাখে। রোববার সকালে দীর্ঘ সময় অপেক্ষার পর কক্ষের দরজা খুলে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর লাইসেন্সকৃত একটি পিস্তল জব্দ করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, সামসুদ্দোহার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় দুটি মামলা এবং ধানমন্ডী থানায় একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
আলোচিত এই পুলিশ কর্মকর্তা চাকরিজীবনে প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। তিনি একসময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।